ডেটিং অ্যাপে আলাপ!হোটেলে দেখা করতে গিয়ে গণধর্ষ*ণের শিকার তরুণী

0
1

আলাপ ডেটিং অ্যাপে। ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে। এরপরই হোটেলের ঘরে দেখা করার প্রস্তাব মেলে। সেখানে যেতেই বিপত্তি। গণধর্ষণের শিকার হন যুবতী। ঘটনাটি ঘটেছে ২৯ জুন গুরুগ্রামের সেক্টর ৫০ এলাকার একটি হোটেলে । ইতিমধ্যেই অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

আরও পড়ুনঃমণিপুরে মহিলাকে যৌ.ন হেনস্থা! ভাইরাল ভিডিও-তে বিএসএফ জওয়ানের কীর্তি ফাঁস

তরুণীর অভিযোগ,গত ২৯ জুন গুরুগ্রামের একটি হোটেলে দেখা করতে ডাকেন যুবক। তরুণীর দাবি, যুবকের কথামতো হোটেলে গিয়ে তিনি দেখেন ঘরে যুবকের সঙ্গে এক অপরিচিত ব্যক্তি রয়েছেন। তরুণীর অভিযোগ, অপরিচিত ব্যক্তিকে নিজের বন্ধু হিসাবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক।হোটেলে যাওয়ার পর তাঁকে কিছু খাবার খেতে বলেন দুই অভিযুক্ত। ওই খাবার খাওয়ার পরেই অচেতন হয়ে যান তিনি। তরুণীর দাবি, অচেতন অবস্থায় থাকাকালীন দু’জন মিলে তাঁকে ধর্ষণ করেন। এমনকি সম্পূর্ণ ঘটনার ভিডিয়োও করেন তাঁরা। ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ভয় দেখান দুই যুবক।


থানায় গিয়ে পুলিশকে ওই তরুণী জানান, ঘটনার পর হোটেল থেকে তিনি ভয়ে বাড়ি ফিরে যান। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে গুরুগ্রাম থানার পুলিশ।