মণিপুরের ঘটনায় এবার নিন্দা প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। মণিপুরের ঘটনার ভিডিয়ো দেখার পরে আতঙ্কিত ও হতবাক হয়ে গিয়েছে জো বাইডেনের প্রশাসন। তবে একই সঙ্গে ওই ঘটনায় নিগৃহীত মহিলা এবং তাদের পরিবার যাতে ন্যায় বিচার পান, সেই জন্য মোদি সরকারের পদক্ষেপ এবং প্রক্রিয়াকে সমর্থন করেছে আমেরিকা।
হিংসার আগুনে জ্বলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০ জন। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে একটি বিতর্কিত ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা, এমনটাই খবর মেলে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় জাতীয় রাজনীতি।

এই অবস্থায় মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। বাইডেনের প্রশাসনের স্টেট বিভাগের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘মণিপুরে দুই মহিলার উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা যথেষ্ট আতঙ্কের ও একটি নৃশংস ঘটনা। নির্যাতিতাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে, সেই উদ্যোগের পাশে রয়েছে আমেরিকা। আগেও মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছি আমরা। আবারও বলছি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত শান্তি ফেরানোর ব্যবস্থা করে।’
আরও পড়ুন- মণিপুর কাণ্ড: বাংলার আদিবাসীরা তুমুল বি.ক্ষোভ দেখালো দিলীপ ঘোষের বাংলায়






 
 
 
 

































































































































