‘কাওয়ালেয়া’ গার্ল তামান্নার আঙুলে পেল্লাই হিরে! চমকে গেলেন ফ্যানেরা

0
1

বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন এখন ব্যাকফুটে। ‘কাওয়ালেয়া’ গার্ল তামান্না (Tamannaah Bhatiya) বিনোদনের কভার পেজে এসে গেলেন তাঁর হিরের আংটির কারণে। পেল্লাই সাইজের এক হিরের আংটি পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatiya)। আর তাতেই তাক লেগে গেছে নেটিজেনদের। কোথা থেকে এল এই আংটি? কেই বা গিফট করল? ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই হিরের আংটির পিছনে রয়েছে এক দীর্ঘ রহস্য।

তামান্না কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন । পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছিল । তবে শিরোনামে আসার কারণটা অন্য। রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা প্রযোজিত ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবিতে কাজ করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। তারপরেই আংটি প্রাপ্তি নিয়ে জল্পনা বাড়ছিল। তবে কোনও বিশেষ মানুষ বা কাছের মানুষ নন, ২০১৯ সালে ছবির শুট শেষে উপাসনা এই উপহার তিনি তুলে দেন তামান্না ভাটিয়ার হাতে। এই আংটির দাম নাকি ২ কোটি টাকা। বলিপাড়ার কোনও নায়িকার কাছেই এত দামি আংটি নেই। তাই সবাই অবাক হলেও এবার জানা গেল হিরের আসল রহস্য। তামান্নার আঙুলে যে আংটি রীতিমতো ভাইরাল, সেটা আদতেও হিরে নয়। এটি একটি বোতল ওপেনার। প্রযোজক উপাসনা রসিকতা করেই এই ছবি টুইট করেন। আর বোতল ওপেনার দাম মোটেও ২ কোটি নয়।