পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ভাঙড়ের আইএসএফ নেতাকে। ধৃতের নাম ওহিদুল ইসলাম মোল্লা। জানা গিয়েছে, ভাঙড় ভোগালি ২ অঞ্চল সভাপতি তিনি।পঞ্চায়েত ভোটের গণনার দিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃমণিপুরে মহিলাকে যৌ.ন হেনস্থা! ভাইরাল ভিডিও-তে বিএসএফ জওয়ানের কীর্তি ফাঁস


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানাকে সঙ্গে নিয়ে আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়।সেখানেই আত্মগোপন করেছিলেন অভিযুক্ত আইএসএফ নেতা। গতকাল রাতে বিশ্বজিৎ মাইতির বাড়ি থেকে গ্রেফতার হন ওহিদুল ইসলাম মোল্লা।

পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়েছে দিনের পর দিন। এ বার সেই অশান্তির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ওহিদুলকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনোনয়নে বোমা, গুলি চালানোর ঘটনার পাশাপাশি, জয়ী আইএসএফ প্রার্থী ওহিদুল গণনার দিন পুলিশকে গুলি করার মামলাতেও অভিযুক্ত ছিলেন। পুলিশ সুপারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও অভিযুক্ত ওহিদুল।














































































































































