জলে থৈ থৈ কর্ণাটক ও তেলেঙ্গানা! বন্ধ স্কুল-কলেজ

0
2

বর্ষার মরসুম আসতেই জলমগ্ন উত্তরপূর্ব ভারত। পাশপাশি জলে ভাসছে দক্ষিণ ভারতও।হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গুজরাট, দিল্লির পর এবার জলে ভাসছে কর্ণাটক এবং তেলেঙ্গানাও। মৌসম ভবনের পূর্বাভাস, এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। বরং আগামী ২৮ জুলাই পর্যন্ত এ ভাবেই বৃষ্টি চলবে বলে সাফ জানানো হয়েছে। এই অবস্থায় আগামী দু’দিনের জন্য সমস্ত স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে হায়দরাবাদ প্রশাসন। তেলঙ্গানার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির জেরে বন্ধ স্কুল। নয়ডা এবং বৃহত্তর নয়ডা এলাকাতেও দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বুধবার বন্ধ থাকছে।

আরও পড়ুনঃপ্রসঙ্গ মণিপুর: মনস্তাত্ত্বিক চাল দিতেই সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে “INDIA”

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেলেঙ্গানার নিজামাবাদ। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে। আগামী দু’দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আগামী দু’দিনের জন্য লাল সতর্কতা জারি হয়েছে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশে। হায়দরাবাদে আগামী দু’দিন সমস্ত স্কুল বন্ধ রাখা হবে।আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বৃষ্টিতে বিধ্বস্ত কর্ণাটকও। উপকূলবর্তী অঞ্চলগুলিতে হড়পা বানের আশঙ্কায় বুধবার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। কর্নাটকের মালনাড এলাকায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে। সেখানে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ কান্নাডা, উদুপি, উত্তর কন্নডা, চিকমাগালুরু, কোডাগু এবং শিবমোগা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।