মোদি সরকারের উপর চাপ বাড়াতে এবার মণিপুর যাচ্ছে “INDIA” জোটের প্রতিনিধি দল

0
2

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের (Modi Govt) উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে আরও একধাপ এগিয়ে গেল বিরোধী INDIA জোট। একদিকে সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি নিয়ে ক্রমাগত আক্রমণের পাশাপাশি অনাস্থা প্রস্তাব পেশ, অন্যদিকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে এবার মণিপুর (Manipur) যাচ্ছে বিরোধী জোটের ২৬ দলের প্রতিনিধিরা। যদিও এখনও এই সফরের দিনক্ষণ স্থির হয়নি। তবে জানা গিয়েছে, সংসদে বাদল অধিবেশন (Monsoon Session) শেষ হওয়ার পরেই প্রতিনিধি দল যাবে মণিপুরে।

একদিকে লোকসভার (Loksabha) অন্দরে অনাস্থা অন্যদিকে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব। সরকারের উপরে চাপ বাড়ানোর বিভিন্ন কৌশল জারি রেখেছে বিরোধীরা। যদিও সংসদ চলছে এবং সব দলের প্রতিনিধিরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সংসদের কাজে। তাই এই অধিবেশনের পরেই মণিপুর যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাই এই দলগুলির মধ্যে ঘরোয়াভাবে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।