নেশায় বুঁদ হয়ে ঘরে ফিরেছিল বাবা। তারপরই শুরু হয় শিশুদের অমানবিক মারধর। অশান্তি এতটাই চরমে ওঠে যে মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চার ছেলে মেয়ে।ঘটনায় পরপর দুই সন্তানের পর আজ আরও এক মেয়ের মৃত্যু হল। সোমবার রাতে ঝাড়খণ্ডের রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অর্পিতা মাহাতো (৮)। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ডিগশিলি গ্রামে।
আরও পড়ুনঃফের ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধির আর্জি কেন্দ্রের! সুপ্রিম নির্দেশের অপেক্ষায় সঞ্জয়
জানা গেছে, গত শুক্রবার মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন চার সন্তানের বাবা প্রভাস মাহাতো।মদ খাওয়ার প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা বাঁধে।ঝামেলার জেরে স্ত্রী শ্যামলা মাহাতো ঘর থেকে বেরিয়ে যান। তারপরই মদ্যপ বাবার রাগ আছড়ে পড়ে তার ছোট ছোট ছেলেমেয়েদের উপর। চার সন্তানকে ওই ‘গুণধর’ বাবা লাঠিপেটা করে বলে অভিযোগ। মাটিতে ফেলে আছাড়ও মারে। তারপরেই প্রাণভয়ে ঘর থেকে পালিয়ে যায় সে।রাতেই এলাকার বাসিন্দা-সহ পুলিশ মিলে ওই জখম চার সন্তানকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সাত বছরের মেয়ে মধুমিতা মাহাতোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকি তিন সন্তানের শারীরিক অবস্থা গুরুতর থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে রেফার করে দেয়।
আত্মীয়রা খবর পেতেই ওই তিন শিশুকে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই শনিবার রাতের দিকে জয়দেব মাহাতো(৩)-র মৃত্যু হয়।আপাতত মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে পাঁচ বছরের আশা মাহাতো। টামনা থানার পুলিশ জানিয়েছে, তার মা শ্যামলা মাহাতোর খোঁজ মিলেছে। সে ঝাড়খণ্ডের রাঁচির ওই হাসপাতালেই বেঁচে থাকা একমাত্র সন্তানের সঙ্গে রয়েছেন ।
ওই মদ্যপ বাবার অত্যাচারে একের পর এক শিশুর মৃত্যুতে এলাকার মানুষজন অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে। যদিও অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে টামনা থানার পুলিশ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.