অভিষেকের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়! আদালতে জানাল ইডি

0
3

আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি! বুধবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।

আরও পড়ুন :বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ আনতে বড় উদ্যোগ রাজ্যের



মঙ্গলবারেই অভিষেকের মামলা কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বুধবার সকালে মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠার পর সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি ঘোষ জানান, অনান্য মামলার কারণে সোমবারের আগে অভিষেকের মামলার শুনানি সম্ভব নয়। এরপরই ইডির আইনজীবী জানান, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না ইডি।
নিয়োগ নিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানির সময়েই ইডির তরফে জানানো হয়েছে যে সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।