বড় সিদ্ধান্ত: কলকাতা পুলিশের আওতায় ভাঙড়, মনোজ-বিনীতকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
3

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে, ভোটের দিন ও পরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar) সংঘর্ষ হয়। এর প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, আলিপুরে IPS অফিসারদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কথা জানান। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দেন।

বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য বিনীত গোয়েলকে (Vineet Goyel) বলেন মমতা। পাশাপাশি, এই বিষয়ে রাজ্য পুলিশের DG মনোজ মালব্য়কেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।