বিজেপির পঞ্চায়েত সদস্যা তৃণমূলে আসতেই বনগাঁয় ম্যাজিক ফিগার শাসক দলের

0
1

পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক জয়ী সদস্য। ঘটনা উত্তর ২৪ পরগনার রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডহরপোতা গ্রামের। বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যা রুমা মণ্ডল পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাসের হাত ধরে শাসক দলে যোগদান করেন।

আরও পড়ুনঃডেটিং অ্যাপে আলাপ!হোটেলে দেখা করতে গিয়ে গণধর্ষ*ণের শিকার তরুণী

আর রুমা মণ্ডলের যোগদানের ফলেই ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। ঘাসফুলের পতাকা তুলে নিয়ে রুমা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আমায় সবসময় আকৃষ্ট করত। কিন্তু তৃণমূলের টিকিট না পাওয়ায় বিজেপির হয়ে লড়েছিলাম। জেতার পর তৃণমূলে যোগ দিলাম।

উল্লেখ্য, রণঘাট পঞ্চায়েতে মোট আসন ৩০টি। পঞ্চায়েত নির্বাচনে ১৫টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপির ঝুলিতে যায় ১২টি আসন। সিপিএম জয়ী হয় ৩টি আসনে। অর্থাৎ, তৃণমূলের ‘ম্যাজিক ফিগার’-এর জন্য প্রয়োজন ছিল এক জন সদস্য। রুমাদেবী তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শাসকদল। তাদের পঞ্চায়েত সদস্য সংখ্যা ১৫ থেকে বেড়ে হল ১৬। বিজেপির পঞ্চায়েত সদস্য এক জন কমে হল ১১।

এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “আমরা দরজা খুলে দিলে বিজেপির কিছু থাকবে না। কিন্তু আমরা সবাইকে নেব না। বেছে বেছে নেব। সাংগঠনিক জেলায় ৫৩টি পঞ্চায়েতের মধ্যে ৫৩টিই আমাদের হবে। শুধু সময়ের অপেক্ষা।”