আদালতের নির্দেশ মেনেই পোস্টিং দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। মঙ্গলবার রাতের পর বুধবার সকাল ৯টায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতার প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকারিকরা। মানিক ভট্টাচার্যকে জেরা করলেই প্রাথমিক নিয়োগ দুর্নীতির সমস্ত জট খুলবে বলেই আশাবাদী সিবিআই।
আরও পড়ুনঃমানিক ছক কষেই দু*র্নীতিতে যুক্ত, প্রাথমিকের নতুন মামলায় ইডি-সিবিআইকে যুক্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
প্রাথমিকে পোস্টিং দুর্নীতি নিয়ে মানিককে জেরা করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা মানিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের চার আধিকারিক। সিবিআইয়ের এসপি কল্যাণ ভট্টাচার্যের নেতৃত্বে জেলে গিয়ে মানিককে জেরা করেন দু’টি পৃথক মামলার তদন্তকারী আধিকারিক মলয় দাস, ওয়াসিম আক্রম খান-সহ চার জন। হাই কোর্টের নির্দেশে এই জিজ্ঞাসাবাদের ভিডিয়োগ্রাফিও করা হয়।আজ সকাল থেকে ফের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব।
প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে একটি মামলা করেন সুকান্ত প্রামাণিক। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলাটির শুনানি হয়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, প্রাথমিকের নিয়োগে পরিকল্পিত ভাবে দুর্নীতি হয়েছে। যার নেপথ্যে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক।এরপরই মানিককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। এই জিজ্ঞাসাবাদের ভার দেন সিবিআইয়ের উপরেই দেন। জানান, দক্ষ আধিকারিকদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। রাত সাড়ে ৮টা থেকে শুরু করতে হবে জিজ্ঞাসাবাদ। এজলাসে বসেই সিবিআইয়ের আধিকারিকদের মামলার বিষয়বস্তু বুঝিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এ-ও নির্দেশ দেন যে, এ বিষয়ে তদন্তকারী আধিকারিকদের সাহায্য করবেন জেলের সুপার। অসহযোগিতার অভিযোগ এলে আদালত কড়া পদক্ষেপ করবে বলেও জানান বিচারপতি। এমনকি, এই মামলায় ইডি-কেও যুক্ত করার নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন, এই মামলায় কোনও আর্থিক তছরুপ হয়ে থাকলে তদন্ত করতে পারবে ইডি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.