ছোটবেলা থেকেই চুরির প্রতি আসক্তি। সারা দেশজুড়ে প্রায় ১২০০টি মামলায় অভিযুক্ত। গাড়ি করে আসত চুরি করতে। সঙ্গে থাকত দেহরক্ষী, বাউন্সার। এমনই ‘ভিআইপি’ চোরকে সোমবার নাগালে পেল বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধৃতের নাম নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগী।
বছর দুয়েক আগে সল্টলেক সিএল ব্লকের সৌরভ আবাসনে পরপর দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ১২ লক্ষ টাকা নগদ ও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে বিধাননগর পূর্ব থানার পুলিশ নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগীর খোঁজ পায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও রাজস্থান-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে যার বিরুদ্ধে মামলা চলছে। ড্রাইভার এবং বাউন্সার নিয়ে চুরি করতে যেত এবং যে কোনও আবাসনের টপ ফ্লোরে লিফটে উঠে যেত। তারপরেই একের পর এক চুরি করে যেত অনায়াসে। চুরি করে বিশাল সম্পত্তিও করেছিল নাদিম কুরেশি। আভিজাত আবাসনে তার ছিল একাধিক ফ্ল্যাট। তার ছেলেমেয়েরাও নামী স্কুলে পড়াশুনো করে। শেষ পর্যন্ত সেই ‘ভিআইপি’ চোর ধরা পড়ল কলকাতা পুলিশের হাতে।

জানা গিয়েছে, অভিজাত এলাকার বিত্তশালীদের ফ্ল্যাটেই নজর রাখত নাদিম। গাড়ি নিয়ে সটান ঢুকে পড়ত সেই ফ্ল্যাটে। হাতে ধরা অ্যাটাচিতে থাকত তালা ভাঙার যন্ত্র। নাদিমের আবভাব দেখে আবাসনের নিরাপত্তা রক্ষীরা তাঁকে সন্দেহ করতেন না। ফলে সে সহজে আবাসনে ঢুকে পড়তে পারত।
আরও পড়ুন- ক্রমশ প্রা.ণঘাতী চেহারা নিচ্ছে ডে.ঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য






































































































































