দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অ.পরাধের শীর্ষে যোগীর ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশ

0
4

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুরে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখনই আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসল জাতীয় মহিলা কমিশন। তাদের রিপোর্ট বলছে, গত বছর সারা দেশজুড়ে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ৩৩,৯৫৭টি।

২০২১ সালের অপরাধের তুলনায় তা ৩০ শতাংশ বেশি। ২০২১ সালে পুলিশের খাতায় নথিভুক্ত হওয়া অপরাধের সংখ‌্যা ছিল ২৩,৭০০। ২০১৪ সালের পর ফের এতগুলি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১৪ সালে মহিলাদের উপর অপরাধের ঘটনা ছিল ৩৩,৯০৬টি। তবে নারী নির্যাতনের ঘটনার অর্ধেকের বেশি অপরাধই ঘটেছে আরেক ডাবল ইঞ্জিন রাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। অন্যদিকে, বাংলায় এই অপরাধের‌ প্রবণতা দুই শতাংশ।

মহিলা কমিশনের তথ্য বলছে, যোগ‌ী রাজ্যে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৬৮৭২টি– যা মোট অপরাধের ৫৪.৫ শতাংশ। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৩,০০৪টি–যা মোট অপরাধের ১০ শতাংশ। তালিকায় পরের নামগুলি হল যথাক্রমে মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, মধ‌্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এবং অন‌্যান‌্য রাজ‌্যগুলির মোট অপরাধের সংখ‌্যা ২,৯৫৫ – ৯.৫ শতাংশ। অর্থাৎ, মহিলাঘটিত অপরাধে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি।

আরও পড়ুন:মণিপুর নিয়ে উত্তাল সংসদ! বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে মোদি