পড়ুয়াকে শাস্তি দেন শিক্ষক- এটা বিশেষ কোনও ঘটনা নয়। কিন্তু সেটার জন্য উল্টে অভিভাবকের হাতে প্রহৃত শিক্ষক (Teacher)। এই নিন্দনীয় ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) পাড়ুই থানার কসবায়। ঘটনা তীব্র নিন্দা করেছেন স্কুলের (School) শিক্ষক ও অভিভাবকরা। আক্রান্ত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন।
কসবা গ্রাম পঞ্চায়েতে বাঁধনবগ্রাম গান্ধী বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির ছাত্রী অপরাজিতা দাস। তার মাও ওই স্কুলের পার্শ্বশিক্ষকা। অভিযোগ, সোমবার ইতিহাসের ক্লাস চলাকালীন ওই ছাত্রীকে বকাবকি করেন শিক্ষক উত্তমকুমার সাহা। তাকে কানমলাও দেন শিক্ষককে। মঙ্গলবার স্কুল যাওয়ার পথে উত্তমকুমারের উপর আচমকা চড়াও হন অপরাজিতার বাবা। শিক্ষককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর হাত ভেঙে যায়। গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন উত্তম সাহা।
এদিকে, শিক্ষককে মারধরের প্রতিবাদে স্কুলে গেটের সামনেই প্রতিবাদে দেখায় পড়ুয়ারা। প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী কথায়, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। বকাবকি, কানধরার জন্যই এই আক্রমণ মেনে নেওয়া যায় না। ঘটনার নিন্দা সবমহলে।