ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে, পঞ্চম দিনে বৃষ্টির জন্য গড়ায়নি একটাও বল। খেলা ড্র ঘোষণা করেন আম্পায়ারেরা। ১-০ ফলাফলে সিরিজ জয় ভারতের। ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, রবীচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণরা। ধারাবাহিকতা রেখেছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। আর দলের এই পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের প্রশংসা করেন তিনি। বিশেষ করে বিরাটের প্রশংসায় মাতেন ভারত অধিনায়ক।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন বিরাট। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২১ রান করেন কোহলি। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানের সময়ে বিরাট প্রশংসায় রোহিত বলেন,” বিরাট দুর্দান্ত খেলেছে। টেস্ট ক্রিকেটে এমন কিছু ইনিংস দরকার, যেমনটা বিরাট কোহলি খেলেছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে ও। ইনিংসটাকে ধরে রেখেছিল। ব্যাটিংয়ে মিশ্রণ দেখা গিয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। যা আমাদের ভারসাম্য বাড়িয়েছে ব্যাটিং লাইন আপের।”
এরপর দলের প্রশংসা করে রোহিত বলেন,” আমাদের গভীরতা আছে, আমাদের বৈচিত্র্য আছে। আমরা সঠিক জায়গায় আছি। আমরা সব সময়ে একটি দল হিসেবে আরও ভালো খেলার বিষয়ে বিশ্বাস রাখি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরও আমি বলেছিলাম যে, ধারাবাহিক ক্রিকেটই খেলছি আমরা। আপতত পরবর্তী খেলার দিকেই ফোকাস করতে চাই।”
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

















































































































































