কলেজ ছাত্রীকে গণধর্ষণ-খুনে দুজনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত (Court)। মঙ্গলবার, মেদিনীপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ সেকেন্ড কোর্টের বিচারক কুসুমিকা দে মিত্র (Kusum Dey Mitra) এই নির্দেশ দিয়েছেন। যে দুজনের মৃত্যুদণ্ড হয়েছে, তারা হল, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের ছোটু মুণ্ডা ও পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বিকাশ মুর্মু। পিংলার তেমাথানির তপতী পাত্রকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

২০২১-এর ৩ মে পশ্চিম মেদিনীপুরের (West Mednipur) পিংলায় এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে, তাঁরই অন্তর্বাসে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় সারা রাজ্যে সাড়া পড়ে যায়। ২বছর পর শাস্তি ঘোষণা হল। সরকারি পক্ষের দেবাশিস মাইতি জানান, কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর খুন করে অভিযুক্তরা। পিংলা থানায় ২৭ জন সাক্ষ্য দেন। এরপরে তিনজনকে দোষী সাব্যস্ত করে, সাজা শোনায় আদালত। সন্তানকে ফিরে না পেলেও, অপরাধীরা শাস্তি পাওয়ায় সন্তুষ্ট মৃত তরুণীর পরিবার।
আরও পড়ুন- সরকারি সম্মান বা পুরস্কার ফেরত বন্ধ করতে নিয়মের প্রস্তাব সংসদীয় কমিটির







































































































































