পুরীতে প্রস্তাবিত বঙ্গ নিবাসের নকশা জমা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে (Mamata Bandopadhyay)। মোট চারটি সংস্থাকে নকশা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে থেকে একটি নকশা বেছে নেবেন মুখ্যমন্ত্রী। সেই নকশা অনুযায়ী তৈরি হবে ‘বঙ্গ নিবাস’।
মঙ্গলবার, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikhrisna Dwibedi) সঙ্গে এই নিয়ে নবান্নে বৈঠক করেন পূর্তমন্ত্রী পুলক রায় ও বিদ্যুৎ ও ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে পূর্ত সচিব অন্তরা আচার্য জানান, পুরীতে (Puri) দু’একর জমির উপর এই বঙ্গনিবাস গড়ে উঠবে। রাজ্যের বিভিন্ন শিল্পকলায় সাজানো হবে এই বঙ্গনিবাস।
কয়েক মাস আগেই পুরীতে গিয়ে প্রস্তাবিত বঙ্গ নিবাসের জমি দেখে পছন্দ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা হওয়ার পরে সেই জমি বাংলাতে দেয় ওড়িশা সরকার। সেখানেই তৈরি হচ্ছে বঙ্গ নিবাস। ওই জায়গা থেকেই আগামী দিনে নিউ পুরী গড়ে উঠবে বলে আশা মমতা বন্দোপাধ্যায়ের।
আরও পড়ুন- ক্রমশ প্রা.ণঘাতী চেহারা নিচ্ছে ডে.ঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য