কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথেই কংগ্রেস। আজ মঙ্গলবার ফের রাজভবনের সামনে বিক্ষোভ দেখালো মধ্য কলকাতা কংগ্রেসের কর্মী-সমর্থকরা।তাদের অভিযোগ, মণিপুরের নৃশংস ঘটনা নিয়ে কেন্দ্রের কোনও হেলদোল নেই। ঘটনার ৮০ দিন পেরোনোর পর প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার সময় হল।এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো কংগ্রেস কর্মী।
পুলিশ আগে থেকেই তৎপর ছিল।কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার জন্য ব্যরিকেড তৈরি করে পুলিশ।ব্যরিকেড ভেঙে এগোতে পারেননি কংগ্রেস কর্মী- সমর্থকরা।তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়েও প্রশ্ন উঠেছে। এই কর্মসূচি দিল্লিতে না করে কেন এখানে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ।








































































































































