মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন সিবিআই কর্তা রূপক কুমার দত্ত। সোমবার এই নিয়োগের সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুনঃমণিপুরে দুই মহিলাকে বি.বস্ত্র করে হাঁটানোর ঘটনায় আরও ১ গ্রে.ফতার
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে রূপক দত্তের নাম প্রস্তাব করে রাজ্যের তরফে রাজভবনে পাঠানো হয়। মে মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে মেনশন করা হয়। অর্থাৎ এই প্রাক্তন পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হতে চলেছেন।
সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে তিনটি মেয়াদ কাজ করেছেন এই দুঁদে আইপিএস অফিসার। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এর পর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা। ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়।
তাৎপর্যপূর্ণ হল, ডিজির দায়িত্ব নিয়েই সিবিআইয়ের কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রূপক কুমার দত্ত। তাঁর বক্তব্য ছিল, যেভাবে সিবিআই বিভিন্ন কেসে তদন্ত চালাচ্ছে, তাতে এই প্রতিষ্ঠানের ব্যবস্থা অচিরে ভেঙে পড়তে পারে”। রূপক দত্তের সেই মন্তব্য নিয়ে সে সময়ে খুব আলোচনা হয়েছিল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.