জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের (Bishnupada Ray) মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান,
“জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।“

ধূপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যুতে আজকের মতো বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপদের দেহ বিধানসভায় নিয়ে গেলে মাল্য দান করেন স্পিকার-সহ শাসক ও বিরোধীদলের বিধায়করা। প্রয়াত বিজেপি বিধায়কে পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে প্রথম বার ভোটে জেতেন বিষ্ণুপদ রায়। বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন বিষ্ণুপদ। কিন্তু রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সবরকম চেষ্টা করেও মঙ্গলবার সকালে মৃত্যু হয় বিধায়কের। বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। এমনকী বিধায়কের মৃত্যুতে ধূপগুড়িতেও শোকের ছায়া।












































































































































