ফরাক্কার পর হরিহরপাড়া, ফের পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদে উদ্ধার মজুত বো.মা

0
3

ভোট মিটেছে সপ্তাহদুয়েক পেরিয়েছে। কিন্তু পুলিশি তৎপরতায় বোমা-বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হল।গত শনিবার গভীর রাতে ফরাক্কার শিবতলা গ্রাম থেকে ৩০টি তাজা বোমার হদিশ পাওয়া গিয়েছিল। পাওয়া গিয়েছিল বোমা তৈরির মশলা ও সরঞ্জামও। তার তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবতলা গ্রামের একটি নির্মীয়মাণ বাড়ির ঘরে বাঙ্কের মধ্যে বালতির ভিতর অন্তত ২৫টি বোমা রাখা ছিল। আর ওই বাড়ির ঠিক পাশের জঙ্গল থেকে একটি ব্যাগের থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।এরই মধ্যে, ফরাক্কার মহেশপুরের সাঁকোপাড়া গ্রামে আমবাগানের মধ্যে বোমা বাধার খবর পায় পুলিশ। উদ্ধার হয় ৮-১০টি বোমা। গ্রেফতার করা হয় ৩ জনকে।

এবার ফরাক্কার পর হরিহরপাড়া। ফের মুর্শিদাবাদে মিলল একাধিক বোমা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে মাঠের মধ্যে পড়েছিল দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। সকালে তা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। হরিহরপাড়া থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে।কিসের জন্য এই বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।