প্রকাশিত বাগানের নতুন জার্সি, দলের সাফল্য নিয়ে আশাবাদী গোয়েঙ্কা

0
3

মঙ্গলবার প্রকাশিত হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর নতুন জার্সি। এদিন আরপিএসজি গ্রুপের অফিসে জার্সি প্রকাশ্যে আনলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং দলে যোগ দেওয়া দুই নতুন ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিন্স। প্রায় ৫ হাজার জার্সির নকশা জমা পলে। তার মধ‍্যে দিয়ে এই জার্সিটি বেছে নেওয়া হয়। সবুজ এবং মেরুন রঙের নতুন জার্সিটি এক সমর্থকের নকশা করে বলা জানান সঞ্জীব গোয়েঙ্কা।

২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান। আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার দিনই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন আসন্ন মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে সবুজ মেরুন। সেই মত, লোগো নতুন করে সামনে আনে মোহনবাগান। আর এবার জার্সি প্রকাশ করল তারা।

এদিন নতুন জার্সি প্রকাশের সময় দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন,” সমর্থকেরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে।”

আসন্ন মরশুম নিয়ে বেশ আশাবাদী গোয়েঙ্কা। তিনি মনে করেন আইএসএল, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপেও নিজদের সেরা পারফরম্যান্স দেবে সবুজ-মেরুন দল। এই নিয়ে তিনি বলেন,” আমি মনে করি এই লিগে সব থেকে শক্তিশালী দল মোহনবাগানের। দলে খুব ভাল মিডফিল্ডার এবং স্ট্রাইকার রয়েছেন। দলে ভাল গোলরক্ষক রয়েছেন। আশা করব মাঠে নেমে তাঁরা দল হিসাবে নিজেদের উজাড় করে দিতে পারবে।”

আরও পড়ুন:বাড়তে পারে হরমনপ্রীতের শাস্তি, হতে পারেন দু’ম‍্যাচ নির্বাসিত : সূত্র