অভিনেতার জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যু.ৎস্পৃষ্ঠ! ক্ষতিপূরণের আশ্বাস দক্ষিণী তারকার

0
3

‘জয় ভীম’ খ্যাত তামিল তারকা সূর্যের জন্মদিন পালন উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে তড়িতাদহ হয়ে মৃত্যু হয় দুই পড়ুয়ার। মর্মান্তিক এ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অভিনেতা শোকপ্রকাশ করে বলেন, ‘‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।এই ঘটনার আকস্মিকতায় হতবাক।’’পাশপাশি মৃত দুই পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের এক জনের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা সূর্য।

আরও পড়ুন:প্রিয় তারকার জন্মদিন পালন করতে গিয়ে তড়িতা.দহ হয়ে মৃ.ত্যু ২ পড়ুয়ার

গত ২৩ জুলাই ছিল সূর্যের জন্মদিন। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে অভিনেতার জন্মদিন উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তারকার দুই অনুরাগীর। তাঁরা দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন।নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই। মৃত দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন অভিনেতা সূর্য ।


পুলিশ সূত্রে খবর, ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ পড়ুয়ার। দুই যুবকই নরাসরাওপেটের কলেজের ছাত্র। একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাঁরা। অনুরাগীদের মর্মান্তিক মৃত্যুতে এগিয়ে এলেন ‘জয় ভীম’ খ্যাত তারকা।