ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন মহম্মদ সিরাজ?

0
1

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ক‍্যারিবিয়ানদের রান ৭৬। ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮৯। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ভারতের হয়ে একাই ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিরাজ। বললেন, ভালো লাগছে, আমি দায়িত্ব উপভোগ করি।

চতুর্থ দিন শেষে সিরাজ বলেন,”আমি আমার পরিকল্পনা সুন্দরভাবে কার্যকর করেছি, বিশেষ করে যখন এটা রিভার্স করতে শুরু করে। পিচে কিছু ছিল না, আমি স্টাম্প থেকে স্টাম্পে বল করার পরিকল্পনা করেছি। পাশাপাশি তাদের সহজে রান করতে না দেওয়া এবং পুরো বিষয়টাই সহজ রাখার পরিকল্পনা ছিল।”

এরপর সিরাজ আরও বলেন,” আমি দায়িত্ব উপভোগ করি। কাঁধে দায়িত্ব নিয়ে মাঠে বল করাটা আমাকে অতিরিক্ত অনুপ্রেরণা দেয় এবং এটি চ্যালেঞ্জিংও। আর আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। সমতল ট্র্যাকে পাঁচ উইকেট নেওয়া সহজ নয়। কৃতিত্ব সোহম দেশাই ভাইকে দেব, যিনি আমার ফিটনেস নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি ক্রমাগত ম্যাচ খেলছি এবং তিনি আমাকে ফিট থাকতে সাহায্য করেছেন।”

এদিকে পঞ্চম দিন টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। ওয়েস্ট ইন্ডিজেরও সুযোগ রয়েছে ম‍্যাচ জেতার। আরও ২৮৯ রান করতে পারলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে তারা।

আরও পড়ুন:সোমবার মাঝরাতে শহরে পা রাখলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত