‘টোম্যাটো খাওয়া বন্ধ করলেই কমবে দাম’! পরামর্শ বিজেপি মন্ত্রীর

0
4

অগ্নিমূল্য টোম্যাটো। সাধারণের একেবারে নাগালের বাইরে চলে গিয়েছে টোম্যাটোর দাম। তাই খরচ কমাতে টোম্যাটো খাওয়াই বন্ধ করে দেওয়ার নিদান দিলেন উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী । টোম্যাটোর পরিবর্তে লেবু খাওয়ার পরামর্শ দেন নারী উন্নয়ন এবং শিশু সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা। তাঁর মতে, তাহলেই নাকি টোম্যাটোর দাম কমে যাবে। বিজেপি মন্ত্রীর এমন পরামর্শে রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির ।

আরও পড়ুনঃবারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ শুরু পুরাতত্ত্ব বিভাগের

উত্তরপ্রদেশ সরকারের একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি বলেন, “যেটার দাম বেশি, সেটা ব্যবহার না করাই ভালো।” সেইসঙ্গে তিনি আরও বলেন, “টোম্যাটোর যখন এতই দাম, তখন বাড়িতে এটার গাছ বসান। আপনি যদি টোম্যাটো খাওয়া ছেড়ে দেন, তাহলে সেটার দাম এমনিতেই কমে যাবে।” এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, “আপনি টোম্যাটোর পরিবর্তে লেবুও খেতে পারেন।”


মন্ত্রী জানান, টোম্যাটোর দাম সব সময়েই বেশি থাকে। এটা আর নতুন কী। আর একান্তই টমেটো খেতে হলে নিজের বাড়িতে চাষ করে খাওয়ার পরামর্শ দেন তিনি।