“সামাজিক ও সাংস্কৃতিক বিপন্ন এই সময়ে যুবমানস আলোর দিশা পাবে কোন পথে”- শীর্ষক শ্রীদাম সাহা (Sridam Saha) স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল রবিবার দেশবন্ধু পার্কের স্বপনবুড়ো মুক্তমঞ্চে। মনোজ্ঞ এই অনুষ্ঠানে বর্তমান সমাজের যুব প্রজন্ম কোন পথে এগোচ্ছে তা নিয়ে আলোচনা করলেন বিশিষ্ট চিন্তাবিদ উর্বা চৌধুরী (Urba Chowdhury) এবং মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস (Biswajit Das।
গত বছর ২২ জুলাই সংগঠনের অন্যতম প্রধান কান্ডারীদের শ্রীদাম সাহা প্রয়াত হন। রবিবার, তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মারক বক্তৃতা এবং স্মৃতি সম্মাননার আয়োজন করা হয়। প্রধান বক্তা উর্বা চৌধুরী ও বিশ্বজিৎ দাস। স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতির দুই অগ্রণী সৈনিক নিবেদিতা পাল এবং শিখা দাসকে শ্রীদাম সাহা স্মৃতি সম্মানে ভূষিত করা হয়। পাশাপাশি স্বরূপ দত্তর তত্ত্বাবধানে ফিজিওথেরপির প্রশিক্ষণ নেন নিবেদিতা ও শিখা। তাঁদের এই প্রচেষ্টাকে সমিতি কুর্নিশ জানায়। দুজন বধূকে স্বনির্ভর করে তুলতে পেরে আনন্দিত ও গর্বিত সংস্থা।
আরও পড়ুন- কলকাতা ও পূর্বাঞ্চলের প্রথম হাইপারবারিক অক্সিজেন থেরাপি সেন্টার খোলা হল










































































































































