”কেমন আছো সবাই!, নমস্কার কলকাতা। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে এসে আমি খুশি!” কলকাতায় এসে বাংলায় কথা বলে মাতিয়ে দিলেন আলিয়া। করণ জোহরের নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবির একটি গান লঞ্চ করতে সোমবার শহরে এসেছেন আলিয়া-রণবীর। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করছেন আলিয়া। সেইজন্য শিখছেন বাংলাও। আর সেজন্যই কলকাতায় রকি-রানি ছবির নতুন গান প্রকাশের অনুষ্ঠানে এসে কথা শুরু করলেন বাংলাতেই।
এদিনের গান সম্পর্কে আলিয়া বলেন, ‘সেলিব্রেশনের গান। রকি আর রানিতে আপনারা দেখেছেন যে একসঙ্গে দুটো কালচারকে তুলে ধরা হয়েছে। এই গান হল দুর্গাপুজো সেলিব্রেশনের গান। এই গানে দুই ফ্যামিলি জুড়বে’। পাশাপাশি সেন্সর বোর্ড নিয়েও এদিন মুখ খোলেন অভিনেত্রী।
ছবির ট্রেলারেই শোনা গেছে খেলা হবে। তবে এখানেই শেষ নয়, খেলা হবের পাশাপাশি এই ছবিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়েও একটি সংলাপ। আলিয়া বলেন, ‘খেলা হবে সংলাপটা সরানো হয়নি। সিবিএফসির তরফ থেকে কয়েকটা মাইনর কাট বলেছিল। সেটা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। খেলা হবে বাদ পড়েনি। আমার আর জয়া ম্যামের মাঝে একটি সিন রয়েছে, সেখানে একটা সিক্যুয়েন্স আছে। সেখানেই এই সংলাপ আছে। এই বিষয়ে বিশেষ কথা বললে সিনটা পুরো বলতে হয়। তাই কম বলাই ভালো। সিনেমা রিলিজের পরেই জানা যাবে কেন আমি ‘খেলা হবে’ বলেছি’।







 
 
 
 






























































































































