শিবের মাথায় জল ঢালার আগেই নদীগর্ভে তলিয়ে গেলেন যুবক!

0
1

শ্রাবণের প্রথম সোমবার।শিবের মাথায় জল ঢালার আগে নদীতে স্নান করতে গিয়েছিলেন যুবক। কিন্তু জল আর ঢালা হল না। নদীতে স্নান করতে যাওয়ার কাল হল আসানসোলের বিএ প্রথম বর্ষের ছাত্রের। অজয় নদীগর্ভেই তলিয়ে গেল যুবক।

আরও পড়ুনঃওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন মহম্মদ সিরাজ?

জানা গেছে মৃত যুবকের নাম কাজু ঘোষ। বয়স ১৯ বছর। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি ওই ছাত্রের। স্থানীয় এক বাসিন্দা জানান, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে যান এলাকার অনেকেই। তাঁরা সকলে অজয় নদীর সিদ্ধপুর বাগডিহা ঘাটে স্নান করেন। সেখান থেকে জল নিয়ে স্থানীয় মন্দিরে শিবের মাথায় ঢালেন।


এদিন কলেজছাত্র কাজু ঘোষ এবং তাঁর কয়েকজন বন্ধু সকাল ৬ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে যান। কিন্তু বর্ষীয়ান অজয় নদীর জলে স্নান করতে নেমেই তলিয়ে যায় কাজু। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।চিকিৎসকরা কাজুকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।