মানহানির মিথ্যা অভিযোগ! তহেলকাকে বড় অঙ্কের জরিমানার নির্দেশ দিল্লি হাইকোর্টের

0
2

মিথ্যা অভিযোগে এক সেনা আধিকারিকের (Army Officials) মানহানির (Defamation) অভিযোগ। আর সেকারণে নিউজ ওয়েবসাইট ‘তহেলকা’কে (Tehelka) বড় অঙ্কের জরিমানার (Fine) নির্দেশ দিল্লি হাই কোর্টের (Delhi High Court)। তবে সংখ্যাটা মোটেও কম নয়, ২ কোটি টাকা। সূত্রের খবর, এক সময় ভারতীয় সেনায় মেজর জেনারেল হিসাবে কর্মরত এমএস অহলুওয়ালিয়ার মানহানির দায়ে ওই জরিমানা বাবদ টাকা দিতে বলা হয়েছে তহেলকার নিয়ন্ত্রক সংস্থা বাফেলো কমিউনিকেশন (Buffalo Communication), মালিক তরুণ তেজপাল এবং দুই রিপোর্টার অনিরুদ্ধ বহেল এবং নারদ কাণ্ডের চক্রী ম্যাথু স্যামুয়েলকে।

সূত্রের খবর, ২০০১ সালে তহেলকার উদ্যোগে টিভিতে ‘অপারেশন ওয়েস্ট এন্ড’ (Operation West End) নামের একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। স্টিং অপারেশনের (String Operation) মাধ্যমে ভারতীয় সেনায় দুর্নীতির একাধিক বিষয় তুলে ধরা হয় সেই অনুষ্ঠানে। আর তারপরই বড়সড় বিতর্কের মুখে পড়ে ভারতীয় সেনা। স্টিং অপারেশনটিতে দেখানো হয়, টাকা এবং দামি মদের বিনিময়ে প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হচ্ছেন অহলুওয়ালিয়া সহ অন্যান্য সেনা আধিকারিকরা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যে একেবারে মিথ্যা, এমন দাবি করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই সেনা আধিকারিক।

তিনি আদালতে জানান, ওই মিথ্যা অভিযোগের কারণেই তাঁর সম্মানহানি হয়েছে। কিন্তু এই মামলায় সেনা আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির দাবির সপক্ষে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি তহেলকা। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট সাফ জানিয়েছে, ২৩ বছর পর সংস্থার তরফ থেকে সেনা আধিকারিকের কাছে ভুলস্বীকার বা ক্ষমা চাওয়া একেবারেই যথেষ্ট নয়। ওই অভিযোগের কারণে সেনা আধিকারিকের সামাজিক সম্মানহানির পাশাপাশি চরিত্রহননও হয়েছে বলে সাফ জানিয়েছে উচ্চ আদালত।