এবার ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নিতে ঝাপাল সৌদি আরবের ক্লাব আল হিলাল। সূত্রের খবর, এমবাপেকে নিতে রেকর্ড অর্থের প্রস্তাব দিয়েছে সৌদির এই ক্লাব। যদিও টাকার পরিমাণ জানা যায়নি। কিছুদিন আগে লিওনেল মেসির পিএসজি ছাড়ার খবর আসতেই মেসিকে নিতে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছিল এই ক্লাব। যদিও মেসি সেই প্রস্তাব ফিরিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। আর এবার এমবাপেকে প্রস্তাব দিল আল হিলাল।

জানা যাচ্ছে পিএসজিতে থাকতে চাইছেন না এমবাপে। পিএসজি ছাড়তে চেয়ে একটি চিঠিও লেখেন তিনি। এদিকে সূত্রের খবর, পিএসজি বিরাট অঙ্কের প্রস্তাব দেয় এমবাপেকে। এমবাপেকে ১০ বছরে ৯২৩১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় পিএসজির পক্ষ থেকে। যদি তাতে এমবাপে রাজি না হন, এবং এবছরের ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তিতে সই না করেন, তাহলে এক বছর বাকি থাকতেই এমবাপেকে বিক্রি করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জানা যাচ্ছে, এমবাপেকে বিরাট অর্থে বিক্রি করে দেওয়া পরিকল্পনা পিএসজির। কারণ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এমবাপে অন্য ক্লাবে গেলে পিএসজি কোনও টাকা পাবে না।
এদিকে জানা যাচ্ছে, ফ্রান্সের তারকা ফুটবলারকে নিতে সবার আগে দৌড়ে রিয়াল মাদ্রিদ। তবে অতীতে তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার অনেক সাবধানী তারা। আর এবার যোগ হল সৌদির ক্লাব আল হিলাল। এখন দেখার কোন দিকে পা বাড়ান এমবাপে।
আরও পড়ুন:কোরিয়া ওপেন ডাবলসে চ্যাম্পিয়ন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি

















































































































































