মণিপুরের ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ, বারবার দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের শারীরিকভাবে হেনস্থা করার ভুরি ভুরি অভিযোগ উঠছে, তখন শিরোনামে উঠে এল আরও এক ঘটনা।অনলাইন অ্যাপ বাইকে (Online App Bike) করে বাড়ি ফেরার সময় যৌন হেনস্থার শিকার এক যুবতী। বাইক চালাতে চালাতে চালক হস্তমৈথুন (masturbation) করছিলেন বলে অভিযোগ করেন যুবতী। পাশাপাশি তিনি বাইক থেকে নেমে যাওয়ার পরও তাঁকে অশ্লীল মেসেজ পাঠানো হয়। বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনায় অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করে।

আথিরা নামের যুবতী জানান, গত শুক্রবার তিনি একটি কাজে বেঙ্গালুরুর টাউন হলে গিয়েছিলেন। সেখানে মণিপুর হিংসা নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে ফেরার পথে তাঁর নিজের সঙ্গেই এমন ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। যুবতী জানান তাঁর বাড়ি ইলেকট্রনিক সিটিতে। সভা থেকে ফেরার সময় অনেক চেষ্টা করে এক র্যাপিডো ড্রাইভার বুকিং নেয়। কিন্তু ওই বাইক চালক রেজিস্টার করা বাইকের বদলে অন্য একটি বাইক নিয়ে আসেন বলে অভিযোগ।তিনি অভিযোগ করেন যে বাইক চালানোর মাঝপথেই বাইক চালক এক হাতে গাড়ি চালাতে চালাতে অন্য হতে হস্তমৈথুন (masturbation) করছিল। এমনকি বাইক থেকে নামার পরও যুবতীকে যৌন হেনস্থা করেন ওই বাইক চালক। আথিরাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ করতে থাকেন। প্রথমে নম্বর ব্লক করেও রেহাই মেলেনি। এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট টুইটারে পোস্ট করে যুবতী হেনস্থার অভিযোগ তোলেন। শনিবার ঐ চালককে গ্রেফতার করে পুলিশ।








 
 
 
 

































































































































