ফের মণিপুরে (Manipur) অকল্পনীয় নৃশংসতার খবর সামনে এল। এবার প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে (Freedom Fighters Wife) জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল। ঘরে তালাবন্ধ করে স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু আবারও এমন নারকীয় ঘটনায় মণিপুরের পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

মণিপুরের কাকচিং জেলার সিরোও গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। সেখানে ৮০ বছরের এক বৃদ্ধাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলার স্বামী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এস চূড়াচাঁদ সিং (S Chudachand Singh)। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তাঁকে সম্মানিত করেছিলেন বলে খবর। জানা গিয়েছে, গত ২৮ মে-র ঘটনা। অভিযোগ, ওই দিন কাকচিং জেলার সেরোও গ্রামে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি হাতে অস্ত্রশস্ত্র নিয়ে একটি বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই সময় ওই বাড়ির ভিতরে ছিলেন ওই স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী, ৮০ বছর বয়সি ইবেটোমবি। তবে বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর আগুন নেভান গ্রামবাসীরা। বাড়ির ভিতর থেকে মেলে ওই বৃদ্ধার দেহাবশেষ।
তবে ঘটনার প্রায় দু’মাস পেরিয়ে যাওয়ার পর জ্বালিয়ে দেওয়া সেই বাড়ির কাছে যান নাতি প্রেমকাঁটা। সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে একটি ছবি উদ্ধার করেন তিনি। সেই ছবিতেই তাঁর ঠাকুরদার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি কালামের ছবিও। আর সেই ছবি ভাইরাল হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ।











































































































































