কয়েক ঘণ্টার মধ্যে সাগরে বড় ঘূর্ণাবর্ত, রাতেই আবহাওয়ার বিরাট বদল!

0
1

আর মাত্র কয়েক ঘন্টা, বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হতে চলেছে বড় ঘূর্ণাবর্ত। রাতের মধ্যেই যা গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই বদলে যেতে চলেছে সাগরের আকাশ। রবিবার মধ্যরাত্রিতেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal) এর সেরকম কোন প্রভাব পড়বে না।

মৌসুমী অক্ষরেখা বরাবর ঘূর্ণাবর্ত গোপালপুরের দিকে সরবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। যদিও চাতক পাখির মতো আকাশে বৃষ্টির আশায় তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত, সম্ভাব্য নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা কোনওটাই দক্ষিণবঙ্গের পক্ষে মোটেই সুখকর নয় ৷ সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা আছে ৷ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে বলেই জানা যাচ্ছে।