৪০ ফুট গভীর কুয়োয় ৩ বছরের শিশু, জেসিবি মেশিনের সাহায্যে উদ্ধারের চেষ্টা

0
1

দিব্যি খেলছিল বছর তিনেকের শিশুটি।তার পক্ষে বোঝা সম্ভব ছিলনা যে সামনেই মরণফাঁদ।অথচ যাদের খেয়াল রাখা উচিত ছিল, সেই পরিবারের লোকজন যে কতটা বে-খেয়াল এই ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ। প্রিন্সের স্মৃতি উস্কে অসতর্কতায় ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশুটি! বিহারের নালন্দায় কুল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।শিশুটিকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।আশার খবর একটাই, শিবম নামের শিশুটি বেঁচে রয়েছে। তার গলার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে। শিশুটি এখনও জীবন্ত, আমরা ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। শিবমের মা জানিয়েছেন, তিনি ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন।শিশুটি কাছেই খেলা করছিল। কিন্তু আচমকাই পা ফসকে সে পড়ে যায় ওই গভীর কুয়োয়। জেসিবি মেশিনের সাহায্যে মাটির নিচে আটকে থাকা শিশুটিকে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। মেডিক্যাল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, এক কৃষক মাটি খুঁড়ে ওই কুয়োটি তৈরি করলেও পরে আর সেটিকে বুজিয়ে দেননি। আর তাতেই ঘটে গিয়েছে অঘটন।