বর্ষা এলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। উত্তরে অবিরাম বৃষ্টি আর দক্ষিণে ঘর্মাক্ত বঙ্গবাসী। আকাশের দিকে তাকিয়ে রয়েছেন চাষিরা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ ঘনীভূত হয়েছে। কিন্তু এর কোনও প্রভাব কি পড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)? এই প্রশ্নের উত্তর শুনে খানিকটা নিরাশ হতে হবে বাঙালিকে। কারণ হাওয়া অফিসের কর্তারা বলছেন দক্ষিণে নিম্নচাপের প্রভাব পড়বে ঠিকই কিন্তু সেটা দেশের দক্ষিণ অংশে অর্থাৎ বৃষ্টি হতে পারে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে। এরাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী দু-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আর্দ্রতাজনিত অস্বস্তি আর বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাকে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য হলেও বাড়বে। দু-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।