বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরান করেন বিরাট কোহলি। তাঁর ইনিংস শেষ হয় ১২১ রানে। আর এই রানের সুবাদে নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে একের পর এক নজির গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। রেকর্ড নয়, সমালোচকদেরও মুখ বন্ধ করেন তিনি। যদিও বিরাট এসব নিয়ে ভাবতে রাজি নন। কোহলির কথায় পরিসংখ্যান নয়, দলের জন্য অবদান রাখতে পারলেই ভালো লাগবে।

দ্বিতীয় দিনের শেষে কোহলি বলেন,” দলের জন্য রান করতে চাই আমি। আমি ৫০ করলে লোকে বলে ১০০ করতে পারলাম না। ১২০ করলে বলে ২০০ করতে পারলাম না। এই ১৫ বছরের কেরিয়ারে এসব আমি আর মাথায় রাখি না। আমি কত রান করলাম সেটা কেউ মনে রাখবে না। আমি ম্যাচ জেতাতে পারলাম কি না সেটা মনে রাখবে। আমার সৌভাগ্য যে, আমি ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। ভাবিনি কখনও যে এটা হবে। এটা কঠিন পরিশ্রমের ফল। খেলার প্রতি আমার দায়বদ্ধতার ফলেই সব কিছু ফেরত পাচ্ছি।”
এরপরই কোহলি বলেন,” এখানে দর্শকরা দারুণ। তাঁরা দারুণ ভাবে খেলাটা উপভোগ করেন। আমি এই স্টেডিয়ামকে খুব ভালোবাসি। যখনই আমি এখানে আসি এবং এখানে খেলি, সেটা আমার কাছে খুব বড় ও আনন্দের বিষয় হয়। কারণ এটা আমার প্রিয় মাঠ গুলোর মধ্যে এটা। অ্যাডিলেড ও ওভাল হল আমার কাছে সবচেয়ে প্রিয় মাঠের অন্যতম। এই তালিকাতে জোহানেসবার্গও রয়েছে। কিছু মাঠ রয়েছ যে গুলো আপনাকে ঘরের মাঠের অনুভূতি দেয়। এগুলো হল তাদের মধ্যে অন্যতম।”
আরও পড়ুন:বিরাট সাক্ষাতে আপ্লুত ক্যারিবিয়ান উইকেটরক্ষকের মা, আবেগে কেঁদে ফেললেন তিনি

















































































































































