অভিযোগ পেয়েই তৎপর রাজ্য মহিলা কমিশন! শীঘ্রই মালদহে যাচ্ছে টিম

0
2

মালদহে (Maldah) দুই মহিলার অশান্তি ঘিরে চরম বিশৃঙ্খলা। এবার ঘটনার তদন্তে নামল রাজ্য মহিলা কমিশন (State Womens Commission)। সূত্রের খবর, শীঘ্রই মহিলা কমিশনের সদস্যরা মালদহে যাবেন। শনিবার এমনটাই জানিয়েছেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য মহিলা কমিশন। পুলিশের কাছ থেকেও ঘটনার ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। মূলত মণিপুর থেকে নজর ঘোরাতেই রাজ্যে একের পর এক মিথ্যা অভিযোগ তুলে রাজ্যকে অশান্ত করার চেষ্টা বিরোধীদের। আর সেকারণেই এবার অভিযোগ খতিয়ে দেখতে মালদহে যাচ্ছে মহিলা কমিশনের টিম।

সূত্রের খবর, মালদহের বামোনগোলা থানার পাকুয়াহাটে এই চরম নিন্দনীয় ঘটনা ঘটেছে। সেখানেই ভরা বাজারে পকেটমার সন্দেহে দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। মারা হয়েছে জুতো দিয়েও। যদিও আদৌও ওই মহিলা কোনও চুরি বা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে মহিলা কমিশন। তবে পুলিশ অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।