শহিদ সমাবেশে জনজোয়ার, টুইটে ঐক্যবদ্ধ ভাবে রাজ্য-দেশ র.ক্ষার বার্তা মমতা-অভিষেকের

0
1

একুশে জুলাই ধর্মতলায় মেগা সমাবেশের মঞ্চ থেকে যেদিকেই চোখ যায় শুধুই জনপ্লাবন। বৃষ্টিতে ভিজে মঞ্চে বক্তৃতা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। শুক্রবার, দুপুরে সমাবেশের পর টুইটে (Tweet) জনসমাগম নিয়ে আপ্লুত মমতা। গণতন্ত্র রক্ষার অঙ্গীকার অভিষেকের।

তৃণমূল (TMC) সভানেত্রী লেখেন,   “আজকের #শহিদদিবস সমাবেশে সমর্থকদের সমুদ্র আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের শক্তির উদাহরণ দেয়। ঐক্যবদ্ধভাবে দুর্গের মতো আমরা বাংলা ও ভারতকে পাহারা দিচ্ছি!”

অভিষেক নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) লেখেন,   “#শহিদ দিবস আমাদের সকলের হৃদয়ে গভীর ছাপ রেখেছে! মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কর্মীদের সঙ্গে বীর শহিদদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর বিনম্র সৌভাগ্য হল। আমি গণতন্ত্রকে অক্ষুন্ন রাখতে এবং সবার জন্য একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অবিচল।”