বড় চমক লাল-হলুদের, এই তরুণ দুই প্রতিভাকে সই করাল ইস্টবেঙ্গল

0
1

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি। আর এবার তারা নজর দিল তারুণ্যের ওপর। ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের দল আরও শক্তিশালী করতে এবার জাতীয় দলের অনুর্ধ্ব-১৭ দুই তরুণ প্রতিভা, ভানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়ালকে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করাল লাল হলুদ। এদিন এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে। সম্প্রতি অনুর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য স্পেনে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকেই এই দুই ভারতীয় প্রতিভাবান ফুটবলারকে পছন্দ হয় ইস্টবেঙ্গল হেডকোচ কার্লোস কুয়াদ্রাতের।

এদিন ভানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়াল দলে যোগ দেওয়ার পর কুয়াদ্রাত বলেন,”কয়েকমাস আগে গুইতে এবং গুরনাজকে মাদ্রিদে অনুর্ধ্ব-১৭ ভারতীয় দলের হয়ে খেলতে দেখি। এই দুই ফুটবলারের খেলার ধরণ এবং দলের প্রতি দায়বদ্ধতা আমার দৃষ্টি আকর্ষণ করে। তরুণ খেলোয়াড়দের তুলে আনা অত্যন্ত প্রয়োজনীয়। ইস্টবেঙ্গল ক্লাব তাঁদের উন্নতির জন্য সবরকম সাহায্য করবে। আমি বার্সেলোনার লা মাসিয়া থেকে এসেছি, তাই তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত।”

ইস্টবেঙ্গলে সই করে উচ্ছ্বসিত গুইতে। তিনি বলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। কোচ কার্লোস কুয়াদ্রাত এবং সিনিয়র ফুটবলারদের থেকে আমি যথা সম্ভব শেখার চেষ্টা করবো এবং এই অসাধারণ ক্লাবে নিজের দক্ষতা প্রমাণের চেষ্টা করবো।” গত বছর অনুর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গুইতে। এছাড়াও অনুর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপেও তিনি দুরন্ত পারফরম্যান্স করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার ।

ওপর দিকে গুরনাজ সিং গ্রেওয়াল লাল-হলুদে সই করে বলেন,”আমার উপর ভরসা রাখার জন্য আমি ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট এবং কোচ কার্লোস কুয়াদ্রাতের কাছে ধন্য। ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল দলের জার্সি পরে কলকাতায় খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।” অনুর্ধ্ব-১৭ ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার গুরনাজ। তিনি চণ্ডিগড় ফুটবল অ্যাকাডেমি থেকে নিজের কেরিয়ার শুরু করেন।

আরও পড়ুন:কুস্তির ট্রায়াল বিতর্কে এবার মুখ খুললেন সাক্ষী, বললেন, সবাই যেন ন্যায় বিচার পায় এবং স্বচ্ছ নির্বাচন হয়