শনিবার থেকে শুরু মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন 

0
1

আসন্ন মরশুমের জন‍্য আগামিকাল থেকে প্রস্তুতিতে নেমে পরবে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার থেকে শুরু হবে বাগানের প্রাক মরশুমের প্রস্তুতি। এদিন এমনটাই জানান হল বাগানের পক্ষ থেকে। সামনেই এএফসি কাপের ম‍্যাচ। এরপর রয়েছে আইএসএল এবং অন্যান্য টুর্নামেন্ট। তাই আর দেরি না করে নিজেদের প্রস্তুত রাখতে প্রধান দল নিয়ে অনুশীলন শুরু করতে চলেছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ইতিমধ্যে বেশ কিছু ফুটবলার চলে এসেছেন কলকাতায়। যা খবর দলের অন্যান্য ফুটবলাররাও শীঘ্রই যোগ দেবেন অনুশীলনে।

তবে দল অনুশীলনে নামলেও, ২২ জুলাই, ২৩ জুলাই এবং ২৪ জুলাই এই তিনদিন গোপন অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড। এই তিনদিন ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা, জিম এবং বিভিন্ন ধরনের ফিটনেস পরীক্ষা করা হবে বলে জানান মোহনবাগানের পক্ষ থেকে।

নতুন মরশুম শুরুর আগে পুরোদমে অনুশীলন করতে চলেছে মোহনবাগান। গতবার ব‍্যর্থ হলেও এবার জুয়ানের লক্ষ‍্য এএফসি কাপ। আগস্ট মাসেই এএফসি কাপের যোগ‍্যতা অর্জনপর্ব থেকে মরশুম শুরু করবে বাগান ব্রিগেড। তাই আর দেরি না করে আগামিকাল থেকে প্রস্তুতিতে নেমে পরবে দল। প্রস্তুতির শুরুতে ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আরও পড়ুন:বড় চমক লাল-হলুদের, এই তরুণ দুই প্রতিভাকে সই করাল ইস্টবেঙ্গল