১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ৮৭ রানে অপরাজিত কোহলি। ৩৬ রানে অপরাজিত জাদেজা।
২) বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম্যাচে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য মুকেশকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।
৩) বৃহস্পতিবার অঞ্জন মিত্রের ৭৬ তম জন্মদিনে বিশেষ উদ্যোগ মোহনবাগান ক্লাবের। তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবুজ মেরুণ ক্লাবের তরফে নতুন মিডিয়া সেন্টারের নাম তাঁর নামে নামাঙ্কিত করা হল। উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার, কিংবদন্তি আইএম বিজয়ন।
৪) কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগের ম্যাচে খিদিরপুরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন তুহিন দাস এবং পরিবর্ত হিসেবে নামা শ্যামল বেসরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।
৫) সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হতে পারে আগামী ৭ আগস্ট। এমনটাই খবর সূত্র মারফত। ফেডারেশনের প্রধান ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। কিন্তু তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থার অভিযোগ করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা।
আরও পড়ুন:অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার উদ্বোধন করলেন আইএম বিজয়ন, কলকাতায় এসে স্মৃতিতে ডুব প্রাক্তন ফুটবলারের