শহিদদের শ্রদ্ধা জানিয়ে সভা শুরুর আগে টুইট অভিষেকের

0
1

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) তৃণমূলের(TMC) বিপুল সাফল্যের পর ২১ জুলাই শহিদ দিবসে বাড়তি উন্মাদনা শহরে। তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে তিল ধারণের জায়গা নেই ধর্মতলা চত্বরে। থিক থিক করছে কালো মাথার ভিড়। নদী, রেল এবং সড়ক পথে জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এমন জনসমাগমের মাঝেই শুক্রবার সভা শুরুর আগে শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি টুইট করল তৃণমূল।

শহিদদের শ্রদ্ধা জানিয়ে এদিন সকাল ১০ টা নাগাদ টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, শহিদ দিবস এক হার না মানার দিন। অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে নিজেদের জীবন উৎসর্গ করা ১৩ জন বীর শহিদকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলা। আমি অনুপ্রাণিত, ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য আমি কাজ করে যাব।”

অভিষেকের পাশাপাশি তৃণমূলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, “৩০ বছর আগে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান ১৩ জন বীর শহিদ। তাদের অদম্য চেতনা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আজ, শহিদ দিবসে, আমরা তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই!”

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে তৃণমূল। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ২৬টি দলের সমন্বয়ে সর্বভারতীয়স্তরে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এই জোটকে জেতাতে বাংলা থেকে সর্বাধিক সাংসদকে জয়ী করানোই তৃণমূলের টার্গেট। সেই লক্ষ্যে এদিন দলনেত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে দলীয় কর্মীদের। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের রণকৌশল কী হবে সেই বার্তাও এদিন স্পষ্ট করা হতে পারে বলে মনে করা হচ্ছে।