বেশ কয়েকদিন ধরে জ্বর, মাথাব্যাথা নিয়ে ভুগছিল দু’বছরের একটি শিশু।সেখান থেকেই শুরু। মাথাব্যাথা এতটাই চরমে পৌঁছয় যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি বাচ্চাটিকে। চিকিৎসকরা জানান,ফ্লু নয়, বাচ্চাটির মৃত্যু হয়েছে অ্যামিবার সংক্রমণে। ১৯ জুলাই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের নেভাদায়। কী এই অ্যামিবার সংক্রমণ? জানেন?
আরও পড়ুন:শহিদ দিবসে ‘জাগো বাংলায়’ বার্তা অভিষেকের, কী লিখলেন তিনি!
সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র মতে, নেগ্লিরিয়া ফওলরি এক ধরনের অ্যামিবা । যার সন্ধান মেলে পরিষ্কার গরম জলে। দাবি, কোনও নদী, হ্রদেও পাওয়া যায় এই ধরনের অ্যামিবা। আর এই সমস্ত জায়গা থেকেই নাক থেকে শরীরে বাসা বাঁধে সে। তারপরেই আক্রমণ চলে মস্তিষ্কে। যাকে চলতি কথায় বলা হয় ‘মস্তিষ্ক খেকো’!এ এক বিরলতম সংক্রমণ। কয়েক লক্ষের মধ্যে একজনের শরীরে হতে পারে এই ধরনের সংক্রমণ।
মার্কিন মুলুকে দুবছএর ওই সন্তানটির মাথা খেয়ে নিয়েছিল আমিবা। তাই তার মৃত্যু হয়। যদিও মৃত শিশু উডরো টার্নার বান্ডির মা ব্রিয়ানার একটি ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, ১৯ জুলাই রাত ২টো ৫৬ নাগাদ মারা গিয়েছে তাঁদের সন্তান। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফ্লু জাতীয় সমস্যায় ভুগছিল উডরো। জ্বরের সঙ্গেই ছিল মাথায় যন্ত্রণাও। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলার পর মারা যায় ওই শিশুটি।মৃত শিশুর পরিবারের দাবি. উডরোর শরীর খারাপের আসল কারণ জানার পরেই তার চিকিৎসায় আর সচেষ্ট হননি চিকিৎসকরা। এমনকী সিডিসির তরফেও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.