উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় মহিলাদের চাকরি, জিমে যাওয়া সহ একা পার্কে বেড়াতে যাওয়ার মতো একধিক কাজকর্মের ওপর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকার (Taliban Govt)। এবার মহিলাদের বিউটি পার্লারে (Beauty Parlor) যাওয়ার উপরেও পড়ল কোপ। এবার থেকে আফগানিস্তানে আর পার্লারে যেতে পারবেন না মহিলারা।

আর তালিবান সরকারের এমন সিদ্ধান্তের ফলে কাজ হারাচ্ছেন কমপক্ষে ৬০ হাজারেরও বেশি মহিলা। এমন সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে কাবুলের (Kabul) বুচার স্ট্রিটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন প্রায় ৫০ মহিলা। ব্যানারে লেখা, “আমাদের রুজি-রুটি ছিনিয়ে নিও না।”
তবে আচমকা কেন মহিলারা বিউটি পার্লারে যেতে পারবেন না? আফগানিস্তানের তালিবান জঙ্গিগোষ্ঠীর সাফাই, মহিলারা নাকি বিউটি পার্লারে বেহিসেবি খরচ করেন। আর সেকারণেই এখনই পার্লার বন্ধ করতে হবে বলে ফরমান জারি করা হয়েছে। তবে এবার আর মুখ বন্ধ করে তালিবানি ফতোয়া মানতে রাজি নন আফগান মহিলারা। আর তাই বুধবার পথে নেমে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আন্দোলনকারীদেরই কয়েকজন সামাজিক মাধ্যমে সেই ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী মহিলাদের থামাতে তালিবানি পুলিশ শূন্যে গুলিও চালিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তালিবান প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।















































































































































