মণিপুরের নার.কীয় ঘটনার ভিডিও শেয়ার নয়, সরাতে হবে পোস্ট: কড়া নির্দেশ কেন্দ্রের

0
1

অগ্নিগর্ভ মণিপুরের (Manipur) এই ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় সারা দেশ। দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে! গণধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। এই নারকীয় ঘটনার ভিডিও ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই বিষয়ে টুইটার-সহ সব সোশ্যাল মিডিয়াকে কড়া নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র (Centre)। সেখানে বলা হয়েছে, কোনওভাবেই যেন ওই ভিডিও শেয়ার না হয়। ওই ভিডিও দ্রুত সরানোর নির্দেশেও দেওয়া হয়েছে। অনথ্যতায় কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সকার।

সূত্রের খবর কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, ওই ভিডিও ছড়ানোর ফলে অশান্তি বাড়তে পারে। বিষয়টি তদন্তাধীন। সেই কারণে আইন মানা বাধ্যতামূলক। এই ঘটনার পরে ৭৮দিনের মৌনতা ভেঙে এদিন মণিপুর নিয়ে নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও তার আরে তৃণমূলের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়। একই সঙ্গে মোদির নীরবতা নিয়েও কটাক্ষ করা হয়। টুইট (Tweet) করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে-র। তার আগের দিনই মণিপুরের দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ হয়। কাংপোকপি জেলায় ঘটনাটি ঘটে। দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ের বলে সূত্রের খবর। ভাইরাল ওই ভিডিওয় দেখা যাচ্ছে, দুই মহিলা কেঁদে প্রাণের ভিক্ষা করছেন। কিন্তু তাঁদের কথায় কান না দিয়ে পাশবিক অত্যাচার করা হয়। ভাইরাল ভিডিও প্রসঙ্গে মণিপুর পুলিশের সুপার কে মেগাচন্দ্র সিংয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দেওয়া হয়েছে।