ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা! মণিপুরকাণ্ডে বিজেপিকে তোপ অভিষেকের

0
2

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা! মণিপুরের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, সন্ধেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ২১ জুলাই-এর প্রস্তুতি দেখে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, এই ঘটনা স্বাধীন ভারতে ঘটতে পারে ভাবতে পারি না। এটা বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত ব্যর্থতা। গত ৪ মে এই ঘটনা ঘটেছে। আজ দু’মাস পরেও দোষীরা ধরা পড়েনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? গত ৫ ও ৬ মে প্রধানমন্ত্রী কী করছিলেন? কেন্দ্রীয় সরকার মণিপুর সামলাতে ব্যর্থ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সব ছেড়ে দিয়ে এখন মণিপুরের দিকে মন দেওয়া। বাংলায় গত ১২ বছরে এরকম ঘটনা তো কোন ছার, একটা সিঙ্গুর-নন্দীগ্রামও ঘটেনি। বিজেপি যদি মনে করে ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে ফায়দা লুঠবে তবে সেটা ভুল করছে। এরা অনুরাগ ঠাকুরের মতো বিদ্বেষ ছড়ানো মানুষদের বড় পদ দেয়। যারা দেশের ঘৃণার রাজনীতি করে তাদের সামনের সারিতে রাখে। এই তো ওদের অবস্থা।

এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জেলা থেকে আসা কর্মীদের জন্য থাকা-খাওয়ার বন্দোবস্ত দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব ঠিক আছে কি না খোঁজ নেন। এরপর আরও কয়েকটি জায়গা ঘুরে দেখেন তিনি। বলেন, একুশে জুলাই প্রতিবছরই তার নিজের রেকর্ড ভাঙে। এবারও ভিড়ের নিরিখে সর্বকালীন রেকর্ড হবে।

আরও পড়ুন:স্বস্তিতে অনুব্রত! ইডির আবেদন খারিজ রাউস অ্যাভিনিউ আদালতের