জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন

0
1

চলতি মাসের শেষে রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসতে চলেছে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, সব ঠিক থাকলে ২৬ জুলাই থেকে অধিবেশন শুরু হতে পারে। স্বাধীনতা দিবসের আগেই দিন দশেকের অধিবেশন শেষ করা হবে। গত ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন শেষ হওয়ার পরে আর বিধানসভার অধিবেশন বসেনি। প্রতিবছর জুলাই-অগাস্ট মাসে বিধানসভায় স্বল্পমেয়াদি অধিবেশন বসে। এবার পঞ্চায়েত ভোটের কারণে অধিবেশন কিছুটা পিছিয়ে যাচ্ছে। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশিত হয়েছে ১২ জুলাই। এই পর্ব শেষ হতেই বিধানসভার অধিবেশন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন- রাজ্যপালকে মানহানির নো.টিশ ওমপ্রকাশের, সাত দিনের মধ্যে লিখিত ক্ষ.মা চাইতে হবে!