আজ, বুধবার সকালে মণিপুরের (Manipur) উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলের সদস্য সুস্মিতা দেব (Sushmita Deb)ইম্ফল রওয়ানা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “পার্লামেন্ট সেশনের আগে মণিপুরে পৌঁছে সেই রাজ্যে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলো খোঁজ নিতে হবে। আমরা সংসদে এই বিষয়টি তুলবো। তার আগে একবার সরেজমিনে দেখে নেওয়া। আমরা হেলিকপ্টার সার্ভিস পেয়েছি সেটা কনফার্ম হয়নি। বিভিন্ন এনজিও বলেছে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। মণিপুর সরকার নিরাপত্তা দেবে।”

সুস্মিতার আরও সংযোজন, “মণিপুরে ভয়ানক পরিস্থিতি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাব, দেখা যাক যেতে পারি কিনা। হেলিকপ্টার না দিলে আমরা ট্রাইবাল মানুষের কাছে যেতে পারব না। দেখা করতে পারব না। বিভিন্ন পার্বত্য এলাকায় যেখানে সমস্যা বেশি আমরা পৌঁছতে চাইছি সেখানে হেলিকপ্টার সার্ভিস ছাড়া সম্ভব নয়। মণিপুর সরকারকে আমরা বলেছি হেলিকপ্টারের খরচা তৃণমূল কংগ্রেসের দল হিসেবে দেবে”।
সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার কথা হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, দেখা যাক সাহায্য পাওয়া যায় কিনা। আমাদের ৫ সাংসদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্থানীয় প্রশাশনের।”











































































































































