বাংলাদেশের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কৌরের ভারত । আজ, বুধবার মিরপুরে ভারতের সিরিজ বাঁচানোর লড়াই ছিল। এই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়েছেন হরমনপ্রীত-জেমাইমারা। ওডিআই ক্রিকেটে প্রথম বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার ফলে এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন নিগার সুলতানারা। আজ, তাঁরা জিতলেই সিরিজ বাংলাদেশের হত। তেমনটা হতে দিলেন না ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। ব্যাটে-বলে মিরপুরে হিট জেমাইমা। তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সে ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত।
বৃষ্টিবিঘ্নিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। যার ফলে লজ্জার নজিরও গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে তেমন অঘটন হল না। রান পেলেন ওপেনার স্মৃতি মান্ধানা (৩৬)। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (৫২) এবং মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (৮৬)। ওপেনিং জুটি খুব একটা জমাট হয়নি। চতুর্থ উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা জুটিতে ওঠে ৭৩ রান। এরপর হ্যারি ফিরলে হরলীন দেওলের সঙ্গে জুটি বাঁধেন জেমাইমা। পঞ্চম উইকেটে ওঠে ৫৫ রান। ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন হরলীন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৮ রান।
২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ওঠে ২৪ রান। এরপর চতুর্থ উইকেটে ঋতু মনি ও ফারগানা হক তোলেন ৬৮ রান। এরপর আর কোনও জুটিকে জমতে দেননি ভারতের বোলাররা।
দেবিকা ভাটিয়া আর জেমাইমা রডরিগজের সামনে ফারগানা হক ছাড়া আর কোনও বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাট চলেনি। ৩ টাইগ্রেস ২ অঙ্কের রান করেন। তাঁদের মধ্যে সর্বাধিক ফারগানার (৪৭)। ৩৫.১ ওভারে ১২০ রান তুলে অল আউট হয়ে যায় নিগার সুলতানার দল। যার ফলে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাতে পারল ভারত।








































































































































