স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। দ্বিতীয় কক্ষপথ পেরিয়ে নির্বিঘ্নেই তৃতীয় কক্ষপথে প্রবেশ রোভারের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO ) জানিয়েছিল , গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ২টো থেকে বিকেল ৩টের মধ্যে কক্ষপথ পরিবর্তন করবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। ঠিক তাই হল।তবে চূড়ান্ত সাফল্যের জন্য পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।

ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। আর মাত্র ৩৪ দিন বাকি। তারপরই ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের গণ্ডি ছাড়িয়ে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও দু’বার কক্ষপথ পরিবর্তন করবে চন্দ্রযান-৩। আগামী ২০ জুলাই ভারতীয় সময় (IST) দুপুর ২টো থেকে বিকেল ৩টের মধ্যে ফের পরিবর্তন হবে। পঞ্চমবার কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিমি দূরে চাঁদের দিকে এগিয়ে যেতে আর তার কোনও বাধা থাকবে না।











































































































































